শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে আগস্ট থেকে ধর্মঘটে থাকা ৩ হাজারেরও বেশি বোয়িং প্রতিরক্ষা কর্মী কোম্পানির সর্বশেষ চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে ভোট দিয়েছেন। তাদের ইউনিয়ন রোববার জানিয়েছে, চতুর্থবারের মতো তারা সম্ভাব্য চুক্তিতে ভেটো দিয়েছেন।
নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম)-এর সভাপতি ব্রায়ান ব্রায়ান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘বোয়িং দাবি করেছে, তারা তাদের কর্মীদের কথা শুনেছে। কিন্তু রোবারের ভোটের ফলাফল প্রমাণ করে তারা তা করেনি’। কোনো ভোটের হিসাব দেওয়া হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকরা প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে বোয়িং কর্মীদের অর্জিত বেতনের সমান বৃহত্তর মজুরি বৃদ্ধি, বৃহত্তর অনুমোদন বোনাস এবং অবসরকালীন সুযোগ-সুবিধার জন্য অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার নির্ধারিত ভোটের ফলাফল সম্পর্কে বোয়িং তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, যদিও মার্কিন মহাকাশ জায়ান্ট এবং মিসৌরি ও ইলিনয়ের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নের মধ্যে আলোচনা আপাতদৃষ্টিতে ভেঙে গেছে।
সেন্ট লুইস-ভিত্তিক বোয়িং এক্সিকিউটিভ ড্যান গিলিয়ান সেদিন কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে বলেছেন, ‘আমি আনন্দিত। কারণ, ইউনিয়ন নেতারা এখন আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে এবং আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে আপনাদের প্রতিই সম্মতি জানিয়েছেন’।
তিনি প্রস্তাবিত প্যাকেজের প্রশংসা করেছেন। যার মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, আরো ছুটি এবং অসুস্থতার সময়কাল, এবং স্বাক্ষর বোনাস বাড়ানোর জন্য সীমিত স্টকে ৩ হাজার মার্কিন ডলার দেয়ার ঘোষণা।
প্রস্তাবটি বার্ষিক উপস্থিতি অগ্রগতির পেমেন্টও কমিয়ে দেয়।
বোয়িং মেশিনিস্টরা অ্যাডভান্সড পাইলট ট্রেনিং সিস্টেম এবং এমকিউ-২৫ মানবহীন যুদ্ধ বিমানে কাজ করে। কিন্তু এফ-১৫, এফ-১৮, টি-৭ রেড হক আগস্ট থেকে ধর্মঘট পালন করে আসছে।