বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৪

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : গ্রিসের কোস্টগার্ড আজ সোমবার জানিয়েছে, লেসবস দ্বীপের পাশে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ছোট একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, লেসবসের আশেপাশে এজিয়ান সাগরে দুর্ঘটনার শিকার সর্বশেষ নৌকা থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় প্রবল বাতাস বইছে।

প্রতিবেশী তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসন প্রত্যাশীদের পছন্দের রুট লেসবস এবং পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ চিওস, কোস, লেরোস ও সামোস।

গত সপ্তাহে চিওস উপকূলে কমপক্ষে ২৯ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর দুই নারীর মৃতদেহ উদ্ধার হয়। এর আগে ৭ অক্টোবর লেসবস উপকূলে চারজনের মৃতদেহ পাওয়া যায়।

গত শুক্রবার কস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তুর্কি রিসোর্ট বোদরামে ১৭ জন ডুবে মারা যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরীয় পথ দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে প্রায় ১ হাজার ৪০০ জন মারা গেছে।