শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতায় চার জন নিহত হয়েছে।
নির্বাচনে বিজয়ী বলে দাবি করা বিরোধী দলীয় নেতার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সদস্যদের সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে।
সোমবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিরোধী দলীয় নেতা ইসা চিরোমা জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন।
তিনি ১২ অক্টোবরের ভোটে প্রেসিডেন্ট পল বিয়ার ৪৩ বছরের ক্ষমতার দখলকে চ্যালেঞ্জ জানান।
ইসা দাবি করেন, তিনি ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন।
তবে বেশিরভাগ বিশ্লেষক ধারণা করছেন যে ৯২ বছর বয়সী পল এমন একটি ব্যবস্থায় অষ্টম মেয়াদে জয়লাভ করবেন, যা প্রশ্নবিদ্ধ হবে এবং তার সমালোচকরা বলছেন, এই নির্বাচনে ব্যাপক কারচুপির হয়েছে।
ক্যামেরুনের বৃহত্তম শহর দৌলার আঞ্চলিক গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া বলেছেন, বিক্ষোভকারীরা রোববার দুটি জেলার একটি জেন্ডারমেরি ব্রিগেড ও পুলিশ স্টেশনে ‘আক্রমণ’ করেছে। এই ঘটনায় ‘দুর্ভাগ্যবশত চার জন প্রাণ হারিয়েছেন।’
তিনি আরো বলেন, উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থলে বিক্ষোভকারীরা এএফপি সাংবাদিকদের গুলির খোসা দেখিয়েছেন।
তারা জানান, নিরাপত্তা বাহিনী জেন্ডারমেরির কাছে গুলি চালানোর পর এগুলো তারা সংগ্রহ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, কাঁদানে গ্যাসের ছোঁড়ার পর তাদের লক্ষ্য করে ‘তাজা গুলি’ চালানো শুরু হয়।
তিনি আরো বলেন, ‘তারা গুলি চালায়। এ সময় আমরা আমাদের সামনে তিনটি লাশ পড়ে থাকতে দেখি।’
ক্যামেরুনের সাংবিধানিক পরিষদ স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় রাজধানী ইয়াউন্ডে চূড়ান্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। গারুয়ার তিচিরোমায় শত শত মানুষকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ সময় সেখানকার বিক্ষোভকারীরা ‘নিরাপত্তা সংকট’, ‘তিচিরোমা ২০২৫’ লেখা ক্যামেরুনের পতাকা এবং ব্যানার বহন করে এবং ‘বিদায় পল বিয়া, তিচিরোমা আসছে’— বলে স্লোগান দেয়।
বেশ কয়েকদিন ধরে বিরোধী দলীয় নেতার বাড়ির চারপাশে কয়েক ডজন সমর্থক জড়ো হয়।
তিনি রোববার একটি ভিডিওতে দাবি করেছেন যে সামরিক কর্মীরা তাকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন।
ইয়াউন্দেতে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে কেউ বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে মনে হচ্ছে।
কিন্তু দৌয়ালায়, সংঘর্ষের খবর পাওয়ার আগে, একজন এএফপি সাংবাদিক ডিপার্টমেন্টের প্রিফেক্টের নির্দেশিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা অমান্য করে বিমানবন্দরের কাছে কয়েক ডজন লোক জড়ো হতে দেখেছেন।
শুক্রবার, প্রার্থী হিসেবে তিচিরোমাকে সমর্থনকারী জোটের দুই বিরোধী নেতাকে দৌয়ালায় তাদের বাড়িতে গ্রেফতার করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত নেতারা হলেন— ক্যামেরুনের গণতন্ত্র ও আন্তঃনির্ভরতা আন্দোলনের সভাপতি ডিউকাম চামেনি ও ক্যামেরুনের নতুন স্বাধীনতার জন্য আফ্রিকান আন্দোলনের সভাপতি অ্যানিসেট একানে।
সাম্প্রতিক দিনগুলিতে ইন্টারনেট প্রবেশ উল্লেখযোগ্য ব্যাঘাতের খবরও পাওয়া গেছে, যা নেটব্লক মনিটর অনুসারে ‘স্থলভাগে ঘটনাবলীর কভারেজ সীমিত করতে পারে’।
শনিবার আঞ্চলিক প্রশাসন মন্ত্রী পল আতাঙ্গা এনজি বলেন, বিক্ষোভগুলো ‘নিরাপত্তা সংকটের পরিস্থিতি তৈরি করেছে।’