শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার মিত্র ও আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই মধ্যবর্তী নির্বাচনে তার দলের অবিশ্বাস্য জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এশিয়া সফরকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আর্জেন্টিনায় নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে অভিনন্দন। তিনি চমৎকার কাজ করেছেন! তার প্রতি আমাদের আস্থা যে ন্যায্য, তা আর্জেন্টিনার জনগণের দ্বারা প্রমাণিত হয়েছে।’