শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার চীনের বিরল খনিজ পদার্থ রপ্তানি এবং পুনরায় মার্কিন সয়াবিন আমদানি নিয়ে একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন। এতে ব্যাপক বাণিজ্য শুল্কের হুমকি এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, চীন যদি বিরল খনিজের বৈশ্বিক রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে ১ নভেম্বর থেকে শুল্ক ১০০ শতাংশ বাড়ানো হবে।
কিন্তু বেসেন্ট এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় আমরা সেটি এড়াতে পেরেছি।’
তিনি আরও বলেন, চীন বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য এক বছরের জন্য বিরল খনিজ পদার্থ রপ্তানিতে কড়াকড়ি আরোপ বিলম্বিত করবে।
তিনি জানান, কুয়ালালামপুরে আলোচনায় চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য প্রচুর পরিমাণে ক্রয় করতে সম্মত হয়েছেন।