বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ২০:৫৬

যুক্তরাষ্ট্রের সংলাপ ব্যাহত করার ‘প্রচেষ্টা’র নিন্দা রুশ দূতের

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ওয়াশিংটন মস্কোর তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সংলাপের দরজা বন্ধ করে দেওয়ায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক আলোচক কিরিল দিমিত্রিয়েভ।

মস্কোর তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

মস্কো থেকে এএফপি জানায়, রোববার কিরিল দিমিত্রিয়েভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, আমরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো সংলাপ ব্যাহত করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ব্যাপক প্রচেষ্টা লক্ষ্য করছি।’

দিমিত্রিয়েভ শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেন। তিনি বলেন, ‘আমরা গঠনমূলক সংলাপে অঙ্গীকারবদ্ধ এবং বহু বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’