শিরোনাম

বার্লিন, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জার্মানিতে বার্ড ফ্লুর সংক্রমণ বেড়ে যাওয়ায় বার্লিনের আশপাশের খামারগুলোতে প্রায় ১ লাখ ৩০ হাজার হাঁস ও মুরগি নিধনের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্র্যান্ডেনবার্গের মারকিশ-ওডারল্যান্ড জেলা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৮০ হাজার হাঁসের একটি খামার এবং প্রায় ৫০ হাজার ব্রয়লার মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আক্রান্ত প্রাণীগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে জার্মানির বিভিন্ন রাজ্যে নজরদারি অঞ্চল গঠন, পাখিদের খাঁচায় রাখার নির্দেশসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জার্মান কৃষিমন্ত্রী অ্যালয়িস রেইনার শুক্রবার জানান, গত দুই সপ্তাহে সংক্রমণের হার ‘অত্যন্ত দ্রুতগতিতে’ বেড়েছে।
দেশটির প্রাণী রোগ গবেষণা কেন্দ্র ফ্রিডরিখ লোফলার ইনস্টিটিউট(এফএলআই) এই প্রাদুর্ভাবকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বন্য পাখিরাও আক্রান্ত হয়েছে—এমনকি প্রথমবারের মতো সারস পাখিও সংক্রমিত হয়েছে—যার ফলে আরও বিস্তৃতভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে অসুস্থ বা মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। যদিও তত্ত্বগতভাবে বার্ড ফ্লু মানুষের মধ্যে ছড়াতে পারে, তবে বাস্তবিক ঝুঁকি কম বলে মনে করছে এফএলআই।