শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): গত মাসে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর গঠিত নেপালের অন্তর্বর্তী সরকারের সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
রোববার তিনি মন্ত্রিসভায় দু’জন জনপ্রিয় তরুণকে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাকে ঘিরে গত ৮-৯ সেপ্টেম্বর নেপালে অস্থিরতার সূচনা হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির প্রতি ক্ষোভ এ আন্দোলনকে উসকে দেয়।
এই বিক্ষোভের সময় সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ, আদালত ও সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে সরকারের পতন ঘটে।
রোববার কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল নতুন দুই মন্ত্রীকে শপথ পাঠ করান। তারা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্ত এবং স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী ডা. সুধা শর্মা।
২৮ বছর বয়সী বাবলু গুপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘১০০ এর গ্রুপ’-এর সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন। সংগঠনটি খাদ্য বিতরণ ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করে থাকে।
অন্যদিকে চিকিৎসক পেশার ডা. সুধা শর্মা একজন লেখক। তিনি মাতৃ ও শিশুর স্বাস্থ্যনীতিতে নেতৃত্বের জন্য সুপরিচিত।
দু’জনই গত মাসে সংঘটিত তরুণদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ভূমিকা রাখেন।
কার্কির প্রেস কো-অর্ডিনেটর রাম রাওয়াল রোববার এএফপিকে বলেন, ১০ সদস্যের মন্ত্রিসভায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আরও দুইজনের নাম প্রস্তাব করেছেন। তবে পরামর্শ প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নিয়োগ আপাতত অপেক্ষমান রয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলমান থাকায় মন্ত্রিসভা সম্প্রসারণ এখনো সম্পূর্ণ হয়নি।
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত মাসের বিক্ষোভের পর হিমালয় রাষ্ট্রটির নেতৃত্ব গ্রহণ করেন। তিনি আগামী ৫ মার্চের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবেন। তিনি দেশটিতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।