শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঘূর্ণিঝড় মেলিসা শনিবার রাতে ক্যারিবিয়ান অঞ্চলে একটি মারাত্মক পথ অতিক্রম করছে। শক্তিশালী ঝড়টি জ্যামাইকা ও হিস্পানিওলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মেলিসা।
পূর্বাভাসকারীরা জানিয়েছেন, সপ্তাহের শেষে দ্রুত তীব্রতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে । এটি জ্যামাইকা ও হিস্পানিওলা দ্বীপের দিকে উদ্বেগজনক ধীর গতিতে এগিয়ে চলেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সপ্তাহের শুরুতে ক্যাটাগরি ১ ঝড় হিসেবে ঘণ্টায় ১০০ মাইল বেগে ছুটে চলা মেলিসার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত ও ভূমিধ্বসে ইতোমধ্যেই হাইতিতে তিন জনের মৃত্যু হয়েছে।
দরিদ্র দেশটির বাইরের অংশে বৃষ্টিপাত ও ভূমিধস হয়েছে ।
স্থানীয় কর্মকর্তারা শনিবার জানান, ডোমিনিকান প্রজাতন্ত্রে, ৭৯ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে এবং ১৩ বছর বয়সী এক ছেলে নিখোঁজ রয়েছে।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মেলিসার কারণে জ্যামাইকা ও হিস্পানিওলার দক্ষিণাঞ্চলে ‘জীবন-হুমকিপূর্ণ ও বিপর্যয়কর’ বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
রোববার এনএইচসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘আগামী সপ্তাহের শুরুতে এটি জ্যামাইকায় বড় ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।’
দেশটির জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে যে, শনিবার ৩১টি প্রদেশের মধ্যে নয়টি প্রদেশে আকস্মিক বন্যা, নদীর পানি বৃদ্ধি ও ভূমিধসের ঝুঁকির কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
এনএইচসি জানিয়েছে, মেলিসায় দক্ষিণ হিস্পানিওলা ও জ্যামাইকার কিছু অংশে মোট ১৫ থেকে ৩০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। বিচ্ছিন্ন এলাকায় ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস শুক্রবার বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা মেনে চলার ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।