শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। মালয়েশিয়ায় হওয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্প নিজেও।
কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এসময় উপস্থিতিত ছিলেন।
এশিয়া সফরের প্রথম ধাপেই এ চুক্তি স্বাক্ষরিত হল। সফরের শেষ পর্বে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এ চুক্তিতে স্বাক্ষর করেন।