বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩০

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য বেশ কয়েকটি এলাকায় গতকাল রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরো প্রায় ২০ জন আহত হয়েছে। আজ শনিবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

যুদ্ধ শুরুর পর চতুর্থতম বছরে শীত শুরুর আগে কিয়েভের পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর মুহূর্তে  রুশ হামলাটি হলো।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পেত্রোপাভলিভস্কা সম্প্রদায়ের ওপর উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

এসময় সেখানে একজন উদ্ধারকারী নিহত এবং আরেকজন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, পূর্বাঞ্চলে একজন নারীও নিহত এবং সাতজন আহত হয়েছে। হামলায় দমকলের গাড়ি, আবাসিক ভবন এবং দোকানপাটের ক্ষতি হয়েছে। এছাড়া কিয়েভে আরো দু’জন নিহত হয়েছে।