বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪২

ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্বাধীনতাকামী হামাসসহ প্রধান ফিলিস্তিনি উপদলগুলো শুক্রবার জানিয়েছে, তারা একমত হয়েছে, যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটি নেবে। 

কায়রো থেকে এএফপি এ খবর জানায়।

হামাসের ওয়েবসাইটে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে এক বৈঠকে দলগুলো ‘গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন ‘টেকনোক্র্যাটদের’ সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। এই কমিটি আরব জনগোষ্টি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে’।