শিরোনাম

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় শুক্রবার দুই জন নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, একজনকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে গাইডেড মিসাইল ছোড়া হয়। ওই ব্যক্তি তখন নাবাতিয়ে শহরের কাছাকাছি তৌল গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম আব্বাস হাসান কারকি বলে শনাক্ত করেছে এনএনএ।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহত কারকি ‘হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দফতরের লজিস্টিকস কমান্ডার’। তাই তাকে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, গত বছর যুদ্ধের পর, আবার যুদ্ধ করার জন্য হিজবুল্লাহকে পুনর্গঠনের নেতৃত্বে ছিলেন কারকি। তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র পরিবহণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়ের কাছাকাছি আরেকটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীও একই এলাকায় আরেকটি হামলার কথা জানিয়েছে।
তারা বলেছে, ‘হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনে জড়িত এক সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি হয়।
তবে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালায়, যা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে পরিণত হয়েছিল।
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় একজন বয়স্ক নারীসহ চার জন নিহত হওয়ার একদিন পর সর্বশেষ হামলা চালানো হলো।