শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বেনিনের নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার আগামী এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী রেনাদ আগবোজোর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে।
কোতোনু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নির্বাচন কমিশন জানায়, প্রয়োজনীয় সংখ্যক সমর্থনকারী না থাকায় আগবোজোর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
নির্বাচনের জন্য দু'জন প্রার্থীকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন—বর্তমান অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনি এবং মধ্যপন্থি বিরোধী প্রার্থী পল হাউঙ্কপে।