বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১২:১০

নতুন জোট চুক্তির খবরে জাপানের নিক্কেই সূচকের ৩ শতাংশ উত্থান

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের ক্ষমতাসীন দল নতুন জোট গঠনে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে—এমন খবরের পরপরই সোমবার দেশটির নিক্কেই ২২৫ সূচক তিন শতাংশেরও বেশি বেড়েছে।

টোকিও থেকে এএফপি জানায়, এই চুক্তির মাধ্যমে সানায়ে তাকাইচি’র প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হচ্ছে।

ব্লুমবার্গ বার্তা সংস্থা জানায়, নিক্কেই সূচক ৩.০১ শতাংশ বেড়ে ৪৯,০১১.২০ পয়েন্টে পৌঁছেছে।

এদিকে, মিজুহো সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল বিশ্লেষক ইউটাকা মিউরা বলেন, ‘তাকাইচি প্রশাসনের প্রতি প্রত্যাশা বেড়েছে। তাঁর সক্রিয় আর্থিক নীতির আশায় বিনিয়োগকারীরা শেয়ার কেনার আগ্রহ বাড়িয়েছে।’