বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১১:৫০

ইউক্রেনের হামলায় রাশিয়ায় হতাহত ৩

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলায় দুই জন নিহত ও একজন আহত হয়েছে। স্থানীয় গভর্নর একথা জানিয়েছেন।

বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকভ সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইয়াসনে জোরি গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক লোক নিহত হন। এদের একজন পুরুষ ও একজন নারী। এই হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে পায়ে গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রোপচার চলছে।’ 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার গভীরে আঘাত করতে সক্ষম আমেরিকান দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার দেশকে সুরক্ষিত করার আশায় সাক্ষাতের কয়েকদিন পরই এই হামলা চালানো হয়।

কিন্তু ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে বলার পর জেলেনস্কি খালি হাতে ফিরে যান।

শীত শীত ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। হাজার হাজার মানুষ তাপ ও আলো ছাড়াই রয়েছে।

এর পাল্টা আঘাত হানতে, ইউক্রেন রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করে।