বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

অস্ট্রেলিয়ার বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে কুমির

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে একটি কুমির দেখা গেছে। যদিও কিছু দূরে বিশ্রাম নেওয়া অতিথিদের কেউই তাতে আতঙ্কিত হননি।

সিডনি থেকে এএফপি জানায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনে ছোট্ট শিকারি প্রাণীটি পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের মেঝেতে শুয়ে আছে।

টিকটকার লিসা কেলার একটি ভিডিওতে বলেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না, কিন্তু শেরাটনের পুলে একটি কুমির আছে।’

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পর্যটক পুলের পাশে সান লাউঞ্জে আরাম করছেন, কিন্তু কেউই পানিতে নামেননি। একজনও তোয়াক্কা করছে না।

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে থাকা পুলের ছবির সঙ্গে মিলে যায়। হোটেলের ম্যানেজার জোসেফ আমেরিও জানান, শনিবার ভোরে কুমিরটি দেখা যায়। কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে সেটিকে তুলে নেওয়া পর্যন্ত পুলটি বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, অতিথিরা ও বাচ্চা কুমিরটি একসঙ্গে পুলের মধ্যে ছিল না।

উত্তর অস্ট্রেলিয়ায় লবণাক্ত ও মিঠা পানির প্রায় ১ লাখেরও বেশি কুমিরের বসবাস বলে অনুমান করা হয়।