বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ২৩:২৫

ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফেংশেন’ আঘাত হানার আগেই বন্যার আতঙ্কে আজ শনিবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা থেকে হাজার-হাজার বাসিন্দা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ২ লাখ ৭০ হাজার জনসংখ্যার দরিদ্র দ্বীপ ক্যাটানডুয়ানেসে আজ দিনের শেষের দিকে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানতে পারে।

আগামীকাল রোববার সকালে লুজনের মূল দ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সরকারি আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ফেংশেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ মিটার উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এতে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বন্যার ঝুঁকি রয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় আলবে প্রদেশে প্রায় ১৭ হাজার বাসিন্দা এবং পার্শ্ববর্তী ক্যাটানডুয়ানেস দ্বীপের ৯ হাজারেরও বেশি বাসিন্দা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। নিয়মিতভাবে এমন এলাকায় দুর্যোগগুলো আঘাত হানে, যেখানে লাখ-লাখ দরিদ্র মানুষের বাস।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণে পৃথিবী উষ্ণ হওয়ার ফলে এ ধরনের ঝড়গুলো আরো শক্তিশালী হয়ে উঠছে।