বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৭:১২

কাতারে পাকিস্তান-আফগানিস্তান বৈঠক আজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের সরকারি কর্মকর্তারা আজ শনিবার কাতারে আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আজ আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য দোহা যাচ্ছেন।

আফগান তালেবান সরকারের একজন কর্মকর্তাও আলোচনার বিষয়টি এএফপি’কে নিশ্চিত করেছেন।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চালুর ফলে প্রায় এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটে। সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়।

তবে, গতকাল শুক্রবার গভীর রাতে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে।

তালেবানের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিন স্থানে বোমা হামলা চালিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।