শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : পেরুতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে এক ব্যক্তি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সহিংস বিক্ষোভের জেরে পেরুর সরকার শুক্রবার দেশটির রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জেনারেশন জেড বা জেন-জি যুব সংঘ কর্তৃক আয়োজিত বুধবারের বিক্ষোভের তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকা জেনারেল এনরিক ফেলিপ মনরয়কে বরখাস্ত করা হয়েছে। সহিংস ওই বিক্ষোভে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়।
মনরয় ২০২৪ সালের জানুয়ারি থেকে লিমার পুলিশ প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনরয়কে বরখাস্ত করার ঘোষণা দেন এবং জেনারেল ম্যানুয়েল ভিদার্তেকে মনরয়ের স্থলাভিষিক্ত করা হয়।
দুর্নীতি ও চুক্তিভিত্তিক হত্যা ও চাঁদাবাজির ঢেউ সামলাতে ব্যর্থতার কারণে লিমা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল।
সহিংস অপরাধ মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির অত্যন্ত অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়েছে।
আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।