বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১৮:১১

পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জেলেনস্কি

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়ার পর শুক্রবার হোয়াইট হাউসে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র প্রদানের জন্য ট্রাম্পের প্রতি অনুরোধ জানাবেন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি জেলেনস্কির তৃতীয় ওয়াশিংটন সফর। এর আগে তিনি ফেব্রুয়ারিতে এক উত্তপ্ত টেলিভিশন বিতর্ক ও আগস্টে সম্পর্ক পুনর্গঠনের বৈঠকে অংশ নিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ বিষয়ে ট্রাম্পের অবস্থান একেক সময় একেকভাবে পরিবর্তিত হচ্ছে।

জেলেনস্কির সফরের আগের দিনই ট্রাম্প ঘোষণা দেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ২০২২ সালে শুরু হওয়া মস্কোর আগ্রাসন বন্ধে নতুন এক শান্তি উদ্যোগ হিসেবে এ বৈঠক করবেন। 

ইউক্রেন আশা করেছিল, জেলেনস্কির সফর পুতিনের ওপর চাপ বাড়ানোর দিকে বেশি মনোযোগী হবে, বিশেষ করে মার্কিন তৈরি দীর্ঘপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের মাধ্যমে, যা রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত হামলা চালাতে সক্ষম।

ট্রাম্প এক সময় দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন মনে হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তির সাফল্যের পর নতুন এক কূটনৈতিক অগ্রগতি অর্জনে মনোযোগ দিচ্ছেন।

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, পুতিনের সঙ্গে তার ‘খুবই ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে এবং তারা আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানীতে সাক্ষাৎ করবেন। তিনি আরও জানান, পুতিন ও জেলেনস্কির সঙ্গে তিনি ‘পৃথক কিন্তু সমান গুরুত্ব দিয়ে’ বৈঠক করবেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

জেলেনস্কি বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছে বলেন, গাজায় যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করার পর ট্রাম্প এবার ইউক্রেন যুদ্ধের অবসানেও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা করছেন।

তিনি এক্স-এ লিখেন, ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও যুদ্ধ নিয়ন্ত্রণে যে গতি তৈরি হয়েছে, আমরা আশা করছি সেটি রাশিয়ার আগ্রাসন বন্ধ করতেও সহায়তা করবে।’

জেলেনস্কি আরও বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকিই মস্কোকে আলোচনায় ফিরতে বাধ্য করেছে। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, টমাহকের কথা শোনামাত্রই মস্কো আলোচনায় ফেরার জন্য তড়িঘড়ি করছে।’ 

জেলেনস্কি আরও জানান, তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।