শিরোনাম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইরান শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অঞ্চলটি ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, ‘এই হামলা লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।’
লেবানন জানিয়েছে, বৃহস্পতিবার ইসরাইলি হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ ও তার সহযোগী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, হামলাগুলো বেসামরিক স্থাপনায় আঘাত করেছে এবং তিনি এটিকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে গত বছর হওয়া যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত বছরের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরাইল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তারপরেও লেবানন ভূখণ্ডে দফায় দফায় বোমা হামলা করেছে ইসরাইল।