বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১৭:১৪

গ্রিসে অভিবাসী নৌকাডুবি : দুই নারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ১৭ অক্টোবর ২০২৫ (বাসস): গ্রিসের চিওস দ্বীপের পাথুরে উপকূলে আজ শুক্রবার একটি অস্থায়ী অভিবাসী নৌকা দুর্ঘটনার পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকাটিতে মোট ২৯ জন অভিবাসী ছিলেন।

গ্রিসের কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপিকে জানান, ‘উদ্ধার অভিযানের সময় দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’

তুরস্কের কাছাকাছি গ্রিক এজিয়ান দ্বীপগুলো বিশেষ করে চিওস—ইউরোপে যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত। এসব বিপজ্জনক যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।

এর আগে ৭ অক্টোবর লেসবস দ্বীপের কাছে একটি ফোলানো নৌকা ডুবে গেলে ৩৮ জন অভিবাসীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রীষ্মকালে গ্রিসে অভিবাসী আগমনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যাদের বেশিরভাগই লিবিয়া থেকে ক্রিট দ্বীপে পৌঁছেছেন। শুক্রবার ক্রিটের কাছে আরও ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।