শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন আফগান তালেবানের কোর্টে।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পাকিস্তান প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে বলেন,‘যদি তারা(তালেবান) ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যাগুলোর সমাধান করতে চায় এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে, তাহলে আমরা প্রস্তুত।’
তিনি আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তানি তালেবান জঙ্গিদের নির্মূল করতে হবে এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহার না হয়।