বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৮

কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা মারা গেছেন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা গতকাল বুধবার ৮০ বছর বয়সে মারা গেছেন। ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তার মৃত্যুতে কেনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মোট পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিবারই হেরে গেছেন। সর্বশেষ ২০২২ সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাইলা ওডিঙ্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাইরোবিতে তার বাসভবনে শত শত লোক জমায়েত হয়। অনেকেই হতবাক হয়ে পড়েন এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে গাছের ডাল সঙ্গে করে এনে সেগুলো নাড়াতে থাকেন। এসময় অনেকে ‘বাবা’ বলে চিৎকার করেন। ‘বাবা’ নামেই তিনি পরিচিত ছিলেন।

ভারতীয় পুলিশ এএফপিকে জানিয়েছে, তিনি আপন বোন, মেয়ে ও একজন ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে কেরালা রাজ্যের একটি আয়ুর্বেদিক ক্লিনিকে হাঁটছিলেন। এসময় তিনি হঠাৎ করে পড়ে যান।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো রাইলা ওডিঙ্গার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছেন।  তিনি ওডিঙ্গাকে ‘কেনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং আফ্রিকার শ্রেষ্ঠ সন্তান’ বলে অভিহিত করেছেন।