শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পশ্চিম ইন্দোনেশিয়ার একটি শিপইয়ার্ডে মেরামতের কাজ চলাকালীন একটি তেল ট্যাঙ্কারে গতকাল বুধবার ভোরে আগুন লেগে ১০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।
জাকার্তা থেকে এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান জয়নাল আরিফিন এএফপি’কে জানিয়েছেন, সিঙ্গাপুরের কাছে বাটাম দ্বীপের একটি শিপইয়ার্ডে জাহাজটি নোঙর করার সময় এমটি ফেডারেল-টু জাহাজে আগুন লাগে।
তিনি আরও জানান, জাহাজের একটি স্টোরেজ এরিয়ার ভেতরে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে। প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হতাহতদের নিকটস্থ চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান শুরু করেছে।
আরিফিন বলেছেন, ঘটনার সময় ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না। মেরামতের কাজের আগে জাহাজটি খালি করা হয়েছিল।
পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই জাহাজে এটি ছিল দ্বিতীয় মারাত্মক অগ্নিকাণ্ড।
জয়নালের মতে, জুন মাসে একই ধরণের ঘটনায় চারজন নিহত হন। পরে তদন্তকারীরা এই ঘটনার জন্য একটি স্টোরেজ এলাকায় অবশিষ্ট গ্যাসের স্ফুলিঙ্গের কারণে আগুন লেগেছিল বলে অভিযোগ করেন। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়নি।
তিনি বলেছেন, জুনের ঘটনার সাথে সম্পর্কিত সন্দেহভাজন হিসেবে শিপইয়ার্ডের দুই স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।