শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জাপানের দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সঙ্গে জোট গঠনে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে।
এই জোট গঠন হলে সম্ভবত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচনের পথ প্রশস্ত করবে।
গত সপ্তাহে এলডিপি’র জুনিয়র অংশীদার কোমেইটো দল ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ছেড়ে চলে যাওয়ার পর, জাপান রাজনৈতিক অস্থিরতায় পড়ে যায়।
নতুন অংশীদার খুঁজে বের করার লক্ষ্যে, এলডিপি’র নতুন নেতা সানা তাকাইচি বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন এবং দল দুটি আলোচনায় ফিরে আসার জন্য সম্মত হয়।
জেআইপি’র সহ-প্রধান ফুমিতাকে ফুজিতা দলীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করার পর সাংবাদিকদের বলেন, আমরা একটি সম্ভাব্য জোট নিয়ে আলোচনা করার জন্য একটি প্রস্তাব পেয়েছি।
ফুজিতা বলেন, তিনি আশা করেন, আলোচনায় স্বল্পমেয়াদি অর্থনৈতিক ব্যবস্থা এবং দেশের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।