বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭

পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার কমপক্ষে ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেরি এক সপ্তাহেরও কম সময় আগে দায়িত্ব গ্রহণ করেন।  

জেরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন, ‘আপডেট: ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত।’

দক্ষিণ আমেরিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার কয়েকদিন পর, রাজধানী লিমায় কংগ্রেসের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।