বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

সংকটের মধ্যে শিল্পখাত নিয়ে বৈঠক আহ্বান করছেন মের্ৎস

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বুধবার বলেছেন, চীনাদের প্রতিযোগিতা ও মার্কিন শুল্কের চাপে থাকা গাড়ি ও ইস্পাত শিল্পের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক আহ্বান করবেন।

ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

ফ্রিডরিশ মের্ৎস জানান, এ বৈঠকে সংশ্লিষ্ট শিল্প কোম্পানি, ট্রেড ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ কারখানার সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেল রাজ্যগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

তিনি বলেন, আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশে কাজ করছি। এই দেশকে আবার সঠিক পথে ফেরাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মের্ৎসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে সিএসইউ প্রধান এবং সিডিইউ’র বাভারিয়ান সহযোগী দলের নেতা মার্কুস স্যোডার বলেন, জার্মানি বর্তমানে এক সঙ্কটময় মোড়ে দাঁড়িয়ে আছে। চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছে জার্মান গাড়ি শিল্প হারানোর ঝুঁকিতে রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যদি আমরা আমাদের শিল্পের কেন্দ্রটিকে ধরে রাখতে না পারি, তাহলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে এবং ব্যাপক অঞ্চল প্রভাবিত হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের গাড়ি শিল্পকে কেবল চীনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি প্রস্তুত নই, আমরা প্রস্তুত নই।

গত সপ্তাহে প্রকাশিত ইওয়াই কনসালটেন্সির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের আগেই উচ্চ উৎপাদন ব্যয় এবং মূল রপ্তানিতে চীনা প্রতিযোগিতা বৃদ্ধির কারণে ইউরোপের বৃহত্তম অর্থনীতি মন্দার মুখে পড়ে। গত এক বছরে জার্মানির উৎপাদন খাতে ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। যার মধ্যে প্রায় ৫০ হাজারই গাড়ি শিল্পে।

অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ইউরো ব্যয় করে দুর্বল অবকাঠামো সংস্কারের পরিকল্পনা করছে এবং বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড়ের প্রস্তাব করেছে।

এসপিডি অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল বলেন, পদক্ষেপগুলো কার্যকর হলে প্রভাব ফেলবে, তবে ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, এই অবস্থায় আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই দেশের অর্থনৈতিক শক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করা।