বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩

ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপের জন্য ‘বিপজ্জনক’: রাশিয়া

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তাকে ‘ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা’ হিসেবে অভিহত করেছে রাশিয়া। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে এই ধরনের আশ্বাসের বিষয়ে আলোচনার প্রাক্কালে বৃহস্পতিবার রাশিয়া এ সতর্কবার্তা দিলো।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্যারিসে শীর্ষ সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতাদ্বয় যৌথভাবে সভাপতিত্ব করবেন এবং তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যর্থ প্রচেষ্টার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবেন। 

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘কিয়েভ নেতার ভাবনা, মূলত ইউরোপীয় পৃষ্ঠপোষকদের উদ্যোগের কার্বন কপি। এটি একেবারেই অগ্রহণযোগ্য।’

রাশিয়ার দূরপ্রাচ্যে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে এক বক্তৃতায় জাখারোভা ইউক্রেনের প্রত্যাশিত গ্যারান্টিগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ ও উস্কানির একটি স্প্রিংবোড’ হিসেবে  অভিহিত করেন।

তিনি বলেন,‘এগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা।’

জেলেনস্কি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে কিয়েভের মিত্ররা সংঘাতের ‘কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি’ করতে সাহায্য করবে।

তবে তিনি আরও বলেছেন যে, তিনি এখনও ‘রাশিয়ার কাছ থেকে এমন কোনও লক্ষণ দেখতে পাননি, যে তারা যুদ্ধ শেষ করতে চায়।’