শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ‘কোনো ধরনের কাঠামোতে’ আলোচনা করবে না রাশিয়া।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে মস্কোর পক্ষ থেকে এ অবস্থান স্পষ্ট করা হয়।
মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার দূরপ্রাচ্যে একটি অর্থনৈতিক ফোরামে বলেন, ‘ইউক্রেনে বিদেশি হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। এ নিয়ে রাশিয়া কোনো ধরনের কাঠামোতে আলোচনা করবে না।’