বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়ার প্রেসিডেন্ট  ভøাদিমির পুতিনের ব্যর্থতায় ‘খুব হতাশ’ হয়েছেন। 

গতকাল মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে তিনি তার এ হতাশা ব্যক্ত করেন।  

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প এই শান্তি চুক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প দ্য স্কট জেনিংস রেডিও শোতে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুবই হতাশ। আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক ছিল, আমি খুবই হতাশ।’ 

স্কট জেনিংস রেডিও শোতে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে এ কথা বলেন। 

তবে, রাশিয়া কী ধরনের পরিণতির সম্মুখীন হবে- ট্রাম্প সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। 

যদিও তিনি যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তিতে পৌঁছাতে দুই সপ্তাহের একটি সময়সীমা নির্ধারণ করেছেন। 
সময়সীমাটি এই সপ্তাহে শেষ হতে চলেছে।

মঙ্গলবার বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আগে পুতিন চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রগুলোর একটি অক্ষ তৈরির সম্ভাবনাকে নিয়ে তিনি ‘মোটেও চিন্তিত নন’।

এই অক্ষে চীন ও রাশিয়াও রয়েছে।

এ ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমি মোটেও চিন্তিত নই, একদমই না।’

তিনি আরো বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে এবং তারা কখনই আমাদের ওপর তাদের সেনাবাহিনীকে ব্যবহার করবে না। বিশ্বাস করুন, কারণ এটাই হবে তাদের করা সবচেয়ে খারাপ কাজ।’