বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১২

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার একটি বাস ও একটি তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী নিয়ন্ত্রিত এলাকার শাদাদি-হাসাকেহ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

কুর্দি সংবাদমাধ্যম আনহা দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে জানিয়েছে।