শিরোনাম
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবিয়ান অঞ্চলে আটটি যুদ্ধজাহাজ ও এক হাজার ২শ’ ক্ষেপণাস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মাদুরোর সেনারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগকারী মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাদক চোরাচালান ঠেকাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কোনও আক্রমণের হুমকি দেয়নি।
গতকাল সোমবার কারাকাসে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, ‘আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মোকাবিলা করছে। আটটি যুদ্ধ জাহাজ আর ১ হাজার ২শ’ মিসাইল ও সাবমেরিন তারা ভেনেজুয়েলার দিকে তাক করেছে।’
যুদ্ধজাহাজ ও মার্কিন সেনা মোতায়েনের তীব্র সমালোচনা করেন তিনি।
শুক্রবার রাতে একটি জাহাজ ও একটি গাইডেড মিসাইল ক্রুজারকে প্রশান্ত মহাসাগর থেকে ক্যারিবিয়ানে পানামা খালের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।
মাদুরো বলেছেন, ‘সর্বোচ্চ সামরিক চাপের প্রতিক্রিয়ায়, আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছি।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরো বলেন, আশি লাখেরও বেশি ভেনেজুয়েলা সংরক্ষিত সেনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। কারাকাস ইতোমধ্যেই তার আঞ্চলিক জলসীমায় টহল বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি’ আখ্যা দিয়ে, তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই পুরস্কারের পরিমাণ ছিল আড়াই কোটি ডলার।
গত ২০২৪ ও ২০১৮ সালে পুনর্নির্বাচন জালিয়াতি ও ভোটার নিপীড়নের অভিযোগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি তাকে।