বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০

ইউক্রেন ইস্যুতে তুরস্কের মধ্যস্থতার প্রশংসা পুতিনের

ছবি: সংগৃহীত

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার চীনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে দেশটির মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

তিয়ানজিন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। 

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিন এরদোয়ানের সঙ্গে এই বৈঠক করেন।

ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টা প্রশংসা করে পুতিন বলেন, আমি নিশ্চিত, এই ধরনের বিষয়ে ভবিষ্যতেও তুরস্কের বিশেষ ভূমিকা থাকবে।

তিনি জানান, ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে অনুষ্ঠিত সরাসরি তিন দফা বৈঠকে মানবিক ইস্যুতে কিছু অগ্রগতি হয়েছে।

এদিকে সাড়ে তিন বছর ধরে চলমান এই যুদ্ধ বন্ধে তুরস্কের আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। এই আলোচনার মাধ্যমে কেবল বন্দি ও সেনাদের মৃতদেহ বিনিময় হয়েছে। 
 
যুদ্ধরত দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ইস্তাম্বুল বৈঠকে এমন কর্মকর্তাদের পাঠিয়েছে, যাদের বাস্তব সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই।

রাশিয়া চাচ্ছে তাদের দাবি অনুযায়ী ইউক্রেন চারটি অঞ্চল ছেড়ে দিক। তবে কিয়েভে এই প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আহ্বান জানিয়েছেন। তবে মস্কো জানিয়েছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সমাধান হলেই তারা এই বৈঠকে বসবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে কয়েক হাজার সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।