বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বানজারমাসিন শহরের স্থানীয় একটি উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিওবার্তায় বলেন, ‘নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে সরকারিভাবে তল্লাশি শুরু হয়েছে। ওই হেলিকপ্টারে দু’জন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন।’

তিনি আরো বলেন, ‘প্রয়োজনে সাতদিন ধরে আমাদের অনুসন্ধান তৎপরতা চলবে। আশা করছি, নিখোঁজদের অবস্থান আমরা আজকের মধ্যেই নির্ধারণ করতে সক্ষম হবো। আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার।’

চার্টার কোম্পানি ইস্টিন্ডো এয়ারের হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্যান্য দ্বীপপুঞ্জে যেতে আকাশপথ ব্যবহারের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে, সে দেশে বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি নাজুক হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।