বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের উত্তরাঞ্চলে সোমবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

দিয়ামের জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে বলেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত এক হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়।

তিনি জানান, নিহতদের মধ্যে দুই জন পাইলট ও তিন জন টেকনিশিয়ান ছিলেন।