বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের পূর্বাঞ্চলে  রোববার গভীর রাতে  ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে  মৃতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে এবং ১ হাজার ৫শ’ জনেরও বেশি আহত হয়েছেন।  

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, ‘রোববার মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে ‘কুনার প্রদেশে ৬শ’ ১০ জন মারা গেছে,  ১ হাজার ৩শ’ জন আহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।’

তিনি আরো বলেন, ভূমিকম্পে নাঙ্গারহার প্রদেশে ১২ জনের মৃত্যু ও ২৫৫ জন আহত হয়েছে।