বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

অস্ট্রেলিয়ায় রুশ কনস্যুলেটের গাড়ি দুর্ঘটনার অভিযোগে গ্রেফতার ১

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার সিডনিতে রাশিয়ান কনস্যুলেটের দরজায় গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেওয়ার পর পুলিশ সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে,  ড্রাইভওয়েতে একটি অননুমোদিত গাড়ি পার্কিং সংক্রান্ত খবরের ভিত্তিতে তাদের রাশিয়ান কনস্যুলেটে ডাকা হয়। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কর্মকর্তারা কনস্যুলেটের গেটে চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, চালক ইচ্ছাকৃতভাবে তার গাড়িটি দিয়ে কনস্যুলেটের দরজায় সজোরে ধাক্কা দেয়। 

বিবৃতিতে আরো বলা হয়, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তিনি পুলিশকে তাদের তদন্তে সহায়তা করছেন।

স্থানীয় গণমাধ্যম কনস্যুলেটের লনে রাশিয়ান পতাকার পাশে দুটি ভাঙা জানালাসহ একটি সাদা গাড়ি ফুটেজে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, এই ঘটনায় কনস্যুলেটের সামনের প্রবেশপথের দরজার কব্জাটি কিছুটা বেঁকে গেছে। এছাড়া এতে গেটের সামান্য ক্ষতি হয়েছে। 

অস্ট্রেলিয়ান পুতিনপন্থী ভাষ্যকার সিমিওন বোইকভ ২০২২ সাল থেকে কনস্যুলেটে বসবাস করছেন। তিনি ‘অসি কসাক’ নামেও পরিচিত। 

তার বিরুদ্ধে একটি বিক্ষোভে ৭৬ বছর বয়সী এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ রয়েছে।

রাশিয়ান কনস্যুলেট বা রাশিয়ান দূতাবাস কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।