শিরোনাম
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চলতি সপ্তাহে গাজা থেকে উদ্ধার হওয়া দুই জিম্মির মধ্যে দ্বিতীয় ব্যক্তির দেহাবশেষ ছাত্র ইদান শ্তিভির বলে শনাক্ত করা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় একটি বিশেষ অভিযানের ফলে প্রয়াত ইদান শ্তিভির মৃতদেহ শনাক্ত সম্ভব হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইলান ওয়েইসের মৃতদেহ এবং দ্বিতীয় জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে। তবে তার নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ সন্ধ্যায় তার প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে’।
২০২৩ সালের ৭ অক্টোবর নোভা সঙ্গীত উৎসবে ইদান শ্তিভি নিহত হন। তখন তার বয়স ছিল ২৮ বছর। হামাস-নেতৃত্বাধীন গোষ্ঠী সেখানে হামলা চালায়। উৎসবে তিনি একজন আলোকচিত্রী হিসেবে যোগদান করছিলেন।
তিনি দুই বন্ধুর সাথে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি গাছের সাথে ধাক্কা লাগে। গাড়িটি গুলির আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।
এক বছর ধরে তার পরিবার আশা করেছিল যে সে বেঁচে আছে। কিন্তু আক্রমণের প্রথম বার্ষিকীর প্রাক্কালে কর্তৃপক্ষ তাদের জানায় যে তিনি উৎসবেই নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘জটিল উদ্ধার অভিযানের’ মাধ্যমে শ্তিভি এবং ওয়েইসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের প্রচারণা গোষ্ঠী বলেছে, ইদান শ্তিভির মৃতদেহ ফেরত দেওয়া ‘একটি বৃত্তের সমাপ্তি এবং নাগরিকদের প্রতি ইসরাইল রাষ্ট্রের মৌলিক বাধ্যবাধকতা পূরণের’ কথাই তুলে ধরে।