শিরোনাম
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার চলতি সপ্তাহে ইসরাইলি হামলায় তাদের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
সানা থেকে এএফপি এ খবর জানায়।
টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় গোষ্ঠীর সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মেহেদী আল-মাশাত বলেছেন, ‘আমরা আল্লাহ’র কাছে, প্রিয় ইয়েমেনি জনগণ এবং শহীদ ও আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিশোধ নেব।’
তিনি বিদেশি কোম্পানিগুলোকে ‘ অনেক দেরি হওয়ার আগে’ ইসরাইল ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেন।