বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১০:৩১
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:৫০

ইয়েমেনের হুথি কর্মকর্তাদের আবাসিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরাইল

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানার একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ওই হামলায় আরব উপদ্বীপের দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠীর প্রধানমন্ত্রীসহ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি খবর জানায়।

বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ‘হুথি সন্ত্রাসি সরকারের কয়েক ডজন ঊর্ধ্বতন কর্মকর্তার আবাসিক স্থাপনায় হামলা চালিয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘হামলা চলাকালে ঘটনাস্থলে উপস্থিত থাকা  হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে নিহত হয়েছেন।