বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ১৯:১৮

সিরিয়ায় গোষ্ঠীগত সহিংসতায় নিহত প্রায় ২ হাজার : সিরিয়ান অবজারভেটরি

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সিরিয়ার সুইদা প্রদেশে গত জুলাইয়ে গোষ্ঠীগত সহিংসতায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আরো কয়েক ডজন মানুষের লাশ শনাক্ত হয়েছে। গত ১৩ জুলাই দ্রুজ যোদ্ধা এবং সুন্নি বেদুইনদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে সহিংসতার সূত্রপাত হয়। এরপর সরকারি বাহিনী ও অন্যান্যরা সহিংসতায় জড়িয়ে পড়লে অল্প সময়েই তা তীব্র আকার ধারণ করে।

সিরিয়া সরকারের দাবি, তাদের বাহিনী সংঘর্ষ থামানোর চেষ্টায় সেখানে হস্তক্ষেপ করেছে। তবে, প্রত্যক্ষদর্শী, দ্রুজ সম্প্রদায় এবং পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারি বাহিনী বেদুইনদের পক্ষ নিয়ে দ্রুজদের ওপর নির্যাতন চালিয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, তার সংস্থা গোষ্ঠীগত সহিংসতায় নিহত ১ হাজার ৯৯০ জনের নাম শনাক্ত করেছে। তাদের মধ্যে ২০ জুলাই থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর নিহত ১৪ জনও রয়েছে।

তিনি আরো বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় প্রদেশের গ্রাম ও শহরে লাশ পাওয়া এবং শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন যাদের নাম নিহত হিসেবে নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে, আগে তাদের নিখোঁজ কিংবা অপহৃত বিবেচনা করা হচ্ছিল।’

পর্যবেক্ষক সংস্থাটি বলেছে, নিহতদের মধ্যে সুইদা প্রদেশে নতুন করে ৭২৫ জন দ্রুজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬৭ জন বেসামরিক নাগরিক।

তারা আরো বলেছে, ৪০ জন সুন্নি বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। এছাড়া একজন নারী ও এক শিশুসহ তিনজন বেদুইনকে দ্রুজ যোদ্ধারা হত্যা করেছে।