বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৬:১৫

উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চীন বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

বেইজিংয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হং লেই বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে কিমের উপস্থিতির কথা ঘোষণা করেছেন।