বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১৮:২০

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মন্তব্যে উত্তর কোরিয়ার নিন্দা

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের লি জে মিয়ংয়ের করা মন্তব্যের জন্য বুধবার উত্তর কোরিয়া তাকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেছে। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে লি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে ‘সামরিক আস্থা’ তৈরি করার অঙ্গীকার করেছেন।

কিন্তু উত্তর কোরিয়া বলেছে, তারা সিউলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী নয়। কারণ সিউল যুক্তরাষ্ট্রের একটি প্রধান আঞ্চলিক নিরাপত্তা মিত্র।

সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (সিএসআইএস) সফরকালে লি বলেন, যখন কোরীয় উপদ্বীপে নিরস্ত্রীকরণ, শান্তি এবং সহাবস্থানের পথ থাকবে, তখন সিউল এবং ওয়াশিংটনের জোট একটি বৈশ্বিক পর্যায়ে উন্নীত হবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে, তারা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং নিজেদের একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, লি এমন ভান করেছিলেন যে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইচ্ছুক। কিন্তু সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে তিনি ‘সংঘাতপ্রবণ উন্মাদ’ এবং ‘ভণ্ড ব্যক্তি’ হিসেবে তার সত্যিকারের রূপ প্রকাশ করেছেন।

গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিওতে বৈঠকের পর লি আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এই দুই মিত্র দেশ কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বুধবার কেসিএনএ জানায়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র, রাষ্ট্রের মর্যাদা এবং সম্মান পরিত্যাগ না করার বিষয়ে তার অবস্থানে অটল থাকবে।

এতে আরও বলা হয়েছে, লির ‘পরমাণু নিরস্ত্রীকরণ'-এর কথা আকাশে ভাসমান মেঘ ধরার চেষ্টা করার মতো একটি সাদামাটা স্বপ্নের চেয়ে কম নয়।

ডোনাল্ড ট্রাম্প প্রায়শই গর্ব করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা বলে থাকেন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠককালে লি তাকে উত্তর ও দক্ষিণের মধ্যে শান্তি স্থাপনে সহায়তা করার জন্য অনুরোধ করেন।

২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে  ট্রাম্পের সঙ্গে কিমের আলোচনা ভেস্তে যায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার কিমের সাথে বৈঠক হয়েছিল। লির সঙ্গে তার সাক্ষাতের সময়  তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সম্ভবত এই বছর আবার দেখা করার আশা প্রকাশ করেছেন।