বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১১:০৯

অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) :  অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য অস্ট্রেলিয়ার একটি আদালত কোয়ান্টাস এয়ারলাইন্সকে ৯০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার বা ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। কোভিড-১৯ মহামারীর সময় ১ হাজার ৮শ’ বিমানবন্দরের কর্মীকে অবৈধভাবে ছাঁটাই করার জন্য আদালত সোমবার এয়ারলাইন্সটিকে এ জরিমানা করেছে। 

আদালতের এই জরিমানা করার ফলে শ্রমিকদের অধিকার নিয়ে পাঁচ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটেছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অস্ট্রেলিয়ার ফেডারেল বিচারপতি মাইকেল লি বলেছেন যে, তিনি চান কর্মসংস্থান আইনের লঙ্ঘনকারী সংস্থাগুলোর জন্য শাস্তি একটি ‘প্রকৃত প্রতিবন্ধক’ হোক। সংস্থাগুলো যেন ভবিষ্যতে কর্মসংস্থান আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকে।

গত ২০২০ সালের আগস্টে কোয়ান্টাস তাদের কর্মীদের ছাঁটাই এবং তাদের চাকরি আউটসোর্স করার সিদ্ধান্ত নেয়। সেই সময় লকডাউন এবং সীমান্ত বন্ধ ছিল। তখন কোনও কোভিড-১৯ ভ্যাকসিন ছিল না।

অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত পরবর্তীতে রায় দেয় যে কোয়ান্টাস তার ‘বাণিজ্যিক বাধ্যবাধকতা’ সত্ত্বেও অবৈধভাবে কাজ করেছে এবং পরে আদালত বিমান সংস্থার আপিল খারিজ করে দেয়।

কোয়ান্টাস তাদের সুনাম পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে যা সাম্প্রতিক বছরগুলোতে অবৈধভাবে কর্মী ছাঁটাই, টিকিটের দাম বৃদ্ধি, ত্রুটিপূর্ণ পরিষেবার দাবি এবং ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটের আসন বিক্রির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গ্রাহক সন্তুষ্টি উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালে কোয়ান্টাসের প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন দায়িত্ব গ্রহণ করেন।

তিনি অ্যালান জয়েসের স্থলাভিষিক্ত হন, যিনি পরিকল্পনার আগেই পদত্যাগ করেন কারণ কোয়ান্টাস কর্মী এবং যাত্রীদের সাথে আচরণের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিল। যদিও শেয়ারহোল্ডারদের জন্য ভালো লাভ প্রদান করা হয়েছিল।