বাসস
  ০১ আগস্ট ২০২৫, ১৮:২৯

ট্রাম্পের শুল্কনীতি: কী পরিবর্তন, কারা ক্ষতিগ্রস্ত

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যা এক সপ্তাহ পর কার্যকর হবে। 

এছাড়া নির্দিষ্ট কিছু খাতে, বিশেষ করে তামা (কপার) আমদানির ওপর আলাদা শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ৪১ শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের ঘোষণা দিয়েছেন এবং কানাডিয়ান আমদানিতে বর্তমান ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত করেছেন। 

এএফপি বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্প আরোপের ঘোষণা পর্যালোচনা করে দেখেছে।

কানাডা: 

ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে, যুক্তরাষ্ট্র কিছু কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর ট্রাম্প এর আগে কানাডার জন্য বাণিজ্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বাহ! কানাডা সবেমাত্র ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনের রাষ্ট্রকে সমর্থন করছে । এ ঘটনায় তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে।’

হোয়াইট হাউসের তথ্যানুসারে, অন্যান্য কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ব্যাপারে কোনো বিলম্ব হবে না। এগুলো শুক্রবার থেকেই কার্যকর হবে ।

২০২০ সালের যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতাভুক্ত পণ্যগুলো আরোপিত শুল্কের বাইওে থাকবে।

মেক্সিকো:

ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি মেক্সিকোর আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ বিলম্বিত করবেন, ৯০ দিনের জন্য এটিয়ে পিছিয়ে দেবেন। মেক্সিকোর  প্রেসিডেন্ট  ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেন ট্রাম্প।

ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, ১ আগস্ট থেকে মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করবেন।

বিদ্যমান উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী পণ্যগুলোকে বাদ দেওয়া হয়েছিল।

দক্ষিণ কোরিয়া:

শুল্কের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে ওয়াশিংটন এবং সিউল দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ রোধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, যার ফলে এই হার ১৫ শতাংশে নেমে এসেছে।

গত বুধবার ঘোষণাটি দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, দেশটি ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ১০০ বিলিয়ন ডলার মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বা অন্যান্য জ্বালানি সম্পদ ক্রয়ের প্রতিশ্রুতিবদ্ধ। 

১৫ শতাংশ হার জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন চুক্তি থেকে নির্ধারিত স্তরের সঙ্গে মিলে যায়। সিউল জানিয়েছে, অটোমোবাইলের ওপর শুল্ক ১৫ শতাংশ থাকবে।

ব্রাজিল:

ব্রাজিলের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপগুলো প্রকাশ্যে রাজনৈতিক, দীর্ঘস্থায়ী বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলে। তিনি ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও ১ আগস্ট থেকে তা পিছিয়ে ৬ আগস্ট করা হয়েছে। কমলার রস এবং বেসামরিক বিমানের ওপর শুল্ক ছাড় দিয়েছেন।

ভারত:

গত বুধবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ভারতীয় পণ্যের ওপর ১ আগস্ট থেকে ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হবে, যা পূর্বের হুমকির মাত্রার চেয়ে কিছুটা কম।

রাশিয়ার অস্ত্র ও জ্বালানি কেনার জন্য নয়াদিল্লি অনির্দিষ্ট জরিমানার সম্মুখীন হবে।

ট্রাম্প একটি পৃথক পোস্টে বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কী করে তাতে আমার কিছু যায় আসে না। 

তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে, আমার কোনো কিছুরই পরোয়া নেই।

ইউরোপীয় ইউনিয়ন:

৩০ শতাংশের উচ্চ স্তর এড়াতে উভয় পক্ষের একটি চুক্তি হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রপ্তানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রস্তুত। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন বলেছেন, রোববার সম্পাদিত চুক্তির আওতায় কিছু কৃষি পণ্যের ওপর ছাড় দেওয়া হবে।

তবে কোন কৃষি পণ্য নির্দিষ্ট করে তা তিনি বলেননি।

ফ্রান্সের  প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ পরবর্তী আলোচনায় দৃঢ় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, ‘এখানেই শেষ নয়, পরবর্তী আলোচনায় কঠোর অবস্থান নেওয়া হবে।’