শিরোনাম
ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরের জন্য স্বাগত জানাতে যাচ্ছে, যা এক নজিরবিহীন ঘটনা। বাকিংহাম প্যালেস সোমবার নিশ্চিত করেছে যে, তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়ের আতিথেয়তায় অবস্থান করবেন।
ব্রিটিশ রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানায়, ‘মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসার জন্য মহামান্য রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন।’
এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মাত্র দুই মাস আগেই রাজা চার্লস ও রানি ক্যামিলা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তার স্ত্রী ব্রিজিত মাখোঁকে উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় রাজা চার্লসের নিজ হাতে লেখা একটি আমন্ত্রণপত্র ট্রাম্পকে হস্তান্তর করেন।
স্টারমার আশা করছেন, এই সফরের মাধ্যমে ট্রাম্পকে আকৃষ্ট করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় যুক্তরাজ্যের অবস্থান আরও মজবুত করা যাবে।
ট্রাম্প, যিনি বহুদিন ধরেই ব্রিটিশ রাজপরিবারের ভক্ত, এই আমন্ত্রণকে ‘একটি বিশাল সম্মান’ বলে অভিহিত করেছেন। তিনি রাজা চার্লসের লেখা চিঠিটি সংবাদমাধ্যমের সামনে উচ্চস্বরে পড়ে শোনান।
স্টারমার ওভাল অফিসে বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। এর আগে কখনও এমন হয়নি, এটা নজিরবিহীন।’
২০১৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে যুক্তরাজ্যে প্রথমবার রাষ্ট্রীয় সফরে যান ট্রাম্প। কোনো বিদেশি নেতার দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের নজির নেই।
ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস জানিয়েছে, রাজা চার্লস মূলত চাননি এই সফর এখন হোক, তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আরও পরে সফর চান। কিন্তু
‘প্রধানমন্ত্রী স্টারমার রাজার ইচ্ছার বিপরীতে গিয়ে সফর ত্বরান্বিত করেছেন।’
দ্য টাইমস আরও লিখেছে, ‘প্রেসিডেন্টের রাজপরিবার-প্রেমকে কাজে লাগিয়ে পূর্ণমাত্রার জাঁকজমকপূর্ণ সফরের মাধ্যমে স্টারমার কূটনৈতিক সুযোগ কাজে লাগাতে চাইছেন।’
এই সফরের ঠিক আগেই ট্রাম্প স্কটল্যান্ড সফর করবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে তার দুটি গলফ রিসোর্ট রয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ব্যক্তিগত সফরে আসছেন, তবে প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দেখা করবেন।’
ট্রাম্পের কানাডা-বিরোধী অবস্থান রাজা চার্লসকে বিব্রতকর অবস্থানে ফেলেছে, কারণ তিনি কানাডারও রাষ্ট্রপ্রধান।
ট্রাম্প আগামী ১ আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, এবং মজা করে বলছেন কানাডা যেন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যায়।
চিঠি পড়ে শোনানোর সময় ট্রাম্প বলেন, ‘উইন্ডসর ক্যাসেলে আমি আমন্ত্রণ পেয়েছি—এটা ঐতিহাসিক স্থান। রাজা একজন অসাধারণ মানুষ। আমি তাকে ভালোভাবে চিনি। প্রথম মেয়াদে যেমন চেনা হয়েছিল, এবার দ্বিতীয় মেয়াদেও।’
তিনি আরও বলেন, ‘আমার ও ফার্স্ট লেডি মেলানিয়ার পক্ষ থেকে উত্তর হচ্ছে, হ্যাঁ। আমরা সেখানে যেতে এবং রাজাকে ও আপনাদের দেশকে সম্মান জানাতে মুখিয়ে আছি।’
প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ পার্লামেন্টে ভাষণ দিলেও ট্রাম্পের ব্রিটিশ সংসদে ভাষণ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ ওই সময়ে সংসদ অবকাশে থাকবে।
মাক্রোঁর সফরের সময় ঘোড়ার গাড়ির শোভাযাত্রা ও উইন্ডসর ক্যাসেলে রাজকীয় ভোজসহ জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হয়, যেখানে যুক্তরাজ্য-ফ্রান্স সম্পর্কের নতুন যুগের সূচনা ঘোষণা করা হয়।