বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৫:৫৪

ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বিবেচনা করছে ইইউ মন্ত্রীরা

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের বিরুদ্ধে ব্রাসেলস যখন লড়াই করছে, তখন সোমবার ইইউ মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটগত ভাবে বাণিজ্য আলোচনায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সব পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জোটের প্রেসিডেন্ট। তবে, এর আগে ১ আগস্ট পর্যন্ত আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে।

মার্কিন নেতা ট্রাম্প শনিবার মাসের পর মাস ধরে চলা আলোচনাকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেন এবং ঘোষণা করেন, ১ আগস্টের মধ্যে যদি কোনও চুক্তিতে পৌঁছানো না যায় তবে তিনি ব্লকের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় 'সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ' নেওয়া হবে। তিনি বলেন, ইইউ এখনও একটি চুক্তিতে পৌঁছাতে চায়।