বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১১:১২

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া রাতভর ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকায়। রাশিয়ার এ হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে।  

এ দিকে শনিবার ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আরো প্যাট্রিয়ট বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। এ জন্য তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।

কিয়েভ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলে মারাত্নক আঘাত করছে।’ 

মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত থাকায় সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বিমান হামলা বাড়িয়েছে।

জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ‘ছাব্বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি ড্রোন নিক্ষেপ করেছিল রাশিয়া, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল 'শাহেদ' নামের ড্রোন।’ 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

তারা আরো জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন ‘পাঁচটি স্থানে আঘাত করেছে।

জেলেনস্কি বলেছেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখ রেখা থেকে অনেক দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘পশ্চিমে লভিভে ১২জন আহত হয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, ডিনিপ্রোপেট্রোভস্কে দুইজন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে ‘বেসামরিক লোকদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলার ফলে দুজন নিহত হয়েছেন।